যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে
যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে প্রতি বছর শীতের আমেজ শুরু হয় নভেম্বর মাস থেকে। আর এই শীত আমাদের শরীরে প্রথম জানান দেয় ঠোঁটের মাধ্যমে। গায়ের চামড়ার পাশাপাশি ঠোঁটের ত্বক ফেটে চৌচির হয় অনেকের। কারো কারো আবার রক্তও বেরিয়ে যায়। ছোট থেকে বড় সবারই ঠোঁট শুষ্ক থাকে েএ সময়। শীতে ঠোঁট ফাটাকে যদিও আমরা খুবই সাধারণ সমস্যা বলেই জানি। কিন্তু এটি সবার সামনে অনেকটা বিড়ম্বনার কারণও হয়ে থাকে। সাধারণত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্য ঋতুর থেকে শীতে কম থাকার কারণে ঘাম কম হয়। এ কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে বের হওয়া তৈলাক্ত পদার্থ ত্বকে ছড়াতে পারে না। এ কারণে ত্বকের শুকনা জায়গা কুঁচকে ফেটে যায়। কিন্তু জানেন কি, শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবের কারণেও এই সমস্যা হতে পারে? চিকিৎসকদের মতে, এই সমস্যা যে কেবল ঠাণ্ডাতেই হয়, এমনটা কিন্তু না। অনেকেরই সারা বছর ধরেই খানিকটা শুষ্ক প্রকৃতির হয়ে থাকে ঠোঁটের চামড়া। তবে শীতে এই সমস্যা অনেকখানি বেড়ে যায়। তবে ঠোঁট ফাটার একটি বড় কারণ শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাব। এটি ভিটামিন বি২। এই ভিটামিন ত্বককে কোমল করতে কাজ করে...