Posts

যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে

Image
 যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে প্রতি বছর শীতের আমেজ শুরু হয় নভেম্বর মাস থেকে। আর এই শীত আমাদের শরীরে প্রথম জানান দেয় ঠোঁটের মাধ্যমে। গায়ের চামড়ার পাশাপাশি ঠোঁটের ত্বক ফেটে চৌচির হয় অনেকের। কারো কারো আবার রক্তও বেরিয়ে যায়। ছোট থেকে বড় সবারই ঠোঁট শুষ্ক থাকে েএ সময়। শীতে ঠোঁট ফাটাকে যদিও আমরা খুবই সাধারণ সমস্যা বলেই জানি। কিন্তু এটি সবার সামনে অনেকটা বিড়ম্বনার কারণও হয়ে থাকে। সাধারণত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্য ঋতুর থেকে শীতে কম থাকার কারণে ঘাম কম হয়। এ কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে বের হওয়া তৈলাক্ত পদার্থ ত্বকে ছড়াতে পারে না। এ কারণে ত্বকের শুকনা জায়গা কুঁচকে ফেটে যায়। কিন্তু জানেন কি, শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবের কারণেও এই সমস্যা হতে পারে? চিকিৎসকদের মতে, এই সমস্যা যে কেবল ঠাণ্ডাতেই হয়, এমনটা কিন্তু না। অনেকেরই সারা বছর ধরেই খানিকটা শুষ্ক প্রকৃতির হয়ে থাকে ঠোঁটের চামড়া। তবে শীতে এই সমস্যা অনেকখানি বেড়ে যায়। তবে ঠোঁট ফাটার একটি বড় কারণ শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাব। এটি ভিটামিন বি২। এই ভিটামিন ত্বককে কোমল করতে কাজ করে...

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

Image
 হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পেছনে ‘দায়ী’দের ছবিসহ ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে তিনি এ ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেন। এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই। এ ছাড়া বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান রাশেদ প্রধান। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অনুমতি দেন, ঘৃণাস্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করব, আপনাদের টাকা দেওয়া লাগবে না। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment...

এবার এনসিপি নেতার মাথায় গুলি

 এবার এনসিপি নেতার মাথায় গুলি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলে...